কালোজিরা মাংস বা কালোজিরা গোশ (kalo/kali jira gosh) মাংসের একটি আনকমন ও মজাদার পদ। কালোজিরার অনেক উপকারের কথা আমাদের অনেকেরই জানা। তাই মাংসে কালোজিরার ব্যবহার শুধু নতুনত্বই নয়, তরকারিতে অনেক গুণও এনে দেয়।